বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গাইবান্ধায় তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন 

উত্তরাঞ্চলের মানুষ বেঁচে থাকার আশা জাগানো এবং জীবনযাত্রা নিয়ে তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন। সোমবার (৪ নভেম্বর) গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ। 

বক্তব্য দেন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র-জিইউকে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেন। 

আলোকচিত্র শিল্পী সৈকত মজুমদারের আলোকচিত্র নিয়ে আয়োজিত চিত্র প্রদর্শনীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান এবং সম্মানিত অতিথি ছিলেন শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক মাজহার-উল মান্নান ও জিইউকে রেডিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিইউকের নির্বাহী প্রধান এম আবদুস সালাম ও শুভেচ্ছা বক্তব্য দেন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর ডেপুটি ডিরেক্টর মেরী রশিদ। এই প্রদর্শনী ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। চিত্র প্রদর্শনী সকলের জন্য  উন্মুক্ত।

টিএইচ